Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

ইসরায়েলকে সমর্থন বাইডেনের, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৬, ২০২১, ০৬:২৫ পিএম


ইসরায়েলকে সমর্থন বাইডেনের, অতঃপর...

ইসরায়েলকে সমর্থন জানানোয় নিজ দল ও বহির্বিশ্বে নিন্দিত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

শনিবার (১৫ মে) ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেন বাইডেন।

এ ফোনালাপে গাজা উপত্যকায় দখলদার বাহিনীর তাণ্ডবকে ইসরায়েলের 'আত্মরক্ষার অধিকার' হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।

একইসঙ্গে ইসরায়েলে রকেট হামলা থামাতে ফিলিস্তিনের প্রতি আহ্বান জানিয়েছেন বাইডেন। হোয়াইট হাউস এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

এদিকে আল আকসা মসজিদ এলাকায় নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনায় রোববার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে বাইডেন ইসরায়েলের প্রতি তার সমর্থন জানিয়েছেন। খবর সিএনএনের।

আমারসংবাদ/এআই