Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪,

স্বামীর ফোনে নজরদারি, স্ত্রীকে আদালতের ১ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

মে ২৯, ২০২১, ০২:২৫ পিএম


স্বামীর ফোনে নজরদারি, স্ত্রীকে আদালতের ১ লাখ টাকা জরিমানা

স্বামীর ফোনে নজরদারি করার অপরাধে স্ত্রীর ১ লাখ টাকা জরিমানা করলো আদালত। ঘটনাটি ঘটেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে।

স্থানীয় খালেজ টাইমসের খবর অনুযায়ী, ওই ব্যক্তি আদালতের শরানপন্ন হয়েছিলেন তার স্ত্রীর বিরুদ্ধে। তার অভিযোগ ছিল, তার ফোন থেকে কিছু ছবি-ভিডিও নিজের ডিভাইসে ট্রান্সফার করেছেন তার স্ত্রী। এবং সেখান থেকে ছবি নিয়ে বিকৃত করে তা পরিবারের সোশ্যাল মিডিয়া গ্রুপে শেয়ার করেছেন। এই কাজের জন্য স্ত্রীর থেকে ক্ষতিপূরণ দাবি করেন তিনি। 

পাশাপাশি তার মামলা চালানোর সমস্ত খরচও স্ত্রীকেই দিতে হবে, এমনও দাবি জানান তিনি আদালতের কাছে। শুধু তাই নয়, ওই ব্যক্তি বিচারককে জানান, এই কাজ করে তার স্ত্রী তাকে মানসিকভাবে অত্যাচার করেছেন।

অন্যদিকে, ওই মহিলার আইনজীবী আদালতে জানান, তার মক্কেলকে হেনস্থা করেচেন ওই ব্যক্তি । শ্বশুরবাড়িতে তাকে অত্যাচার করা হত। এমনকি নিজের স্ত্রী ও মেয়েকে ফেলে চলে গিয়েছিলেন ওই ব্যক্তি। 

শেষে আদালত ওই মহিলার বিপক্ষে রায় দান করে। ওই মহিলাকে ৫,৪৩১ ডিরাম অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২৫ হাজার ৪৪০ টাকা জরিমানা বাবদ দিতে বলা হয়।

আমারসংবাদ/জেআই