Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

‘আফগান শান্তি চুক্তি না হলে পাশের দেশেও বিশৃঙ্খলা দেখা দেবে’

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৪, ২০২১, ১১:২৫ এএম


‘আফগান শান্তি চুক্তি না হলে পাশের দেশেও বিশৃঙ্খলা দেখা দেবে’

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আফগানিস্তানের যুদ্ধরত দলগুলো যদি শান্তি চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হয়, তবে যুক্তরাষ্ট্র ও জোটবাহিনীর সেনা প্রত্যাহারের পর সঙ্ঘাতপীড়িত দেশটির প্রতিবেশী দেশগুলোতেও বিশৃঙ্খলা দেখা দেবে।

যুক্তরাষ্ট্র, আফগানিস্তান থেকে প্রায় অর্ধেক সেনা কমানোর ঘোষণা দেয়ার এক দিন পর বুধবার প্রধানমন্ত্রী ইমরান খান এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

যুক্তরাষ্ট্র ও আফগান তালেবানদের মধ্যে ২০২০ সালের চুক্তির ফলশ্রুতিতে এ প্রত্যাহার কর্মসূচি শুরু হয়েছে। তবে তালেবানরা ক্ষমতার জন্য কাবুল সরকারের বিরুদ্ধে তীব্র লড়াইয়ে লিপ্ত রয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, মার্কিন সেনারা আফগানিস্তান ত্যাগের প্রেক্ষিতে সেখানে অরাজকতা এড়াতে বিভিন্ন দলের মধ্যে রাজনৈতিক মীমাংসা ও স্থিতিশীলতা একান্ত কাম্য।