Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

বিশ্বজুড়ে হঠাৎ অকার্যকর সংবাদমাধ্যমগুলোর ওয়েবসাইট

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৮, ২০২১, ১০:৫৫ এএম


বিশ্বজুড়ে হঠাৎ অকার্যকর সংবাদমাধ্যমগুলোর ওয়েবসাইট

বিশ্বজুড়ে বিভিন্ন সংবাদমাধ্যম এবং বাণিজ্যিক ওয়েবসাইট হঠাৎ করেই অকার্যকর হয়ে পড়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিবিসি, সিএনএন, নিউইয়র্ক টাইমস, ব্লুমবার্গ, দ্য গার্ডিয়ানের মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর ওয়েবসাইট কাজ করছে না। এসব প্রতিষ্ঠানের মোবাইল অ্যাপও অকার্যকর রয়েছে।

তবে আল জাজিরার মতো কয়েকটি সাইটে এখনও সমস্যা দেখা যায়নি। এ সংক্রান্ত সংবাদটি ব্রেকিং হিসেবে প্রচার করছে আল জাজিরা।

বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে আন্তর্জাতিক এসব সংবাদমাধ্যমের ওয়েবসাইটে ঢুকলে ‘এরর’ দেখা যায়।

এছাড়া অ্যামাজন ডটকমের রিটেইল সাইটেও ঢোকা যাচ্ছে না। এ ছাড়া পিন্টারেস্ট, রেডিট, ভিমিওর সাইটও বন্ধ রয়েছে।

ব্রিটিশ সরকারের ওয়েবসাইটও বন্ধ পাওয়া গেছে। এ ছাড়া জনপ্রিয় দুই ওভার দ্য টপ (ওটিটি) সার্ভিস হুলু, এইচবিও ম্যাক্সেও দেখা দিয়েছে বিভ্রাট।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে জানানো হয়, ফাস্টলি নামের একটি ক্লাউড নেটওয়ার্কিং কোম্পানিতে প্রযুক্তিগত জটিলতায় এ সমস্যা দেখা দিয়েছে।