Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

মুখ রক্ষার পথ খুঁজছে সৌদি আরব: আইসিজি

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৯, ২০২১, ০৮:৪০ এএম


মুখ রক্ষার পথ খুঁজছে সৌদি আরব: আইসিজি

দারিদ্রপীড়িত ইয়েমেনে গত ছয় বছর ধরে বর্বর আগ্রাসন ও লাগাতার বোমা বর্ষণের পর লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে এখন অনেকটা বেপরোয়াভাবে মুখ রক্ষার পথ খুঁজছে সৌদি আরব। একথা জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজি।

ব্রাসেলস-ভিত্তিক এ গবেষণা প্রতিষ্ঠানটির অন্তর্বর্তী প্রধান রিচার্ড আটউড নতুন একটি আর্টিকেলে একথা বলেছেন। 

তিনি বলেন, রিয়াদ ইয়েমেনে যে হস্তক্ষেপ করেছে তাতে রাজতান্ত্রিক দেশটির জন্য কাঙ্ক্ষিত ফলাফল আসে নি। রিয়াদের ব্যর্থ পররাষ্ট্রনীতি বিশেষ করে ইয়েমেনে ব্যর্থতা সৌদি সরকারকে বেকায়দায় ফেলেছে।

রিচার্ড আটউড তার আর্টিকেলে বলেন, ইয়েমেনের বিরুদ্ধে রিয়াদের এই যুদ্ধে বিজয় অর্জন শুধুমাত্র অসম্ভব নয় বরং সৌদি শাসকদের প্রতি জনরোষ তৈরি হচ্ছে।

তিনি বলেন, ইরান ও সৌদি বৈঠক সত্ত্বেও ইয়েমেন যুদ্ধ প্রতিদিন খরাপ থেকে আরো খারাপের দিকে যাচ্ছে।

এদিকে, ইয়েমেন  থেকে সৌদি সরকারের পালানোর পথ খোঁজার জন্য ওমানের একটি প্রতিনিধিদল সানা সফর করছে।

আমারসংবাদ/জেআই