Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

দুবাই-ওয়াশিংটনের চেয়েও ব্যয়বহুল শহর ঢাকা

আমার সংবাদ ডেস্ক

জুন ২৩, ২০২১, ০৯:৪০ এএম


দুবাই-ওয়াশিংটনের চেয়েও ব্যয়বহুল শহর ঢাকা

বিদেশি শ্রমিকদের জন্য এ বছর বিশ্বের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল শহর তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাত। যুক্তরাষ্ট্রভিত্তিক মার্সার জরিপে এ তথ্য উঠে এসেছে বলে খবর দিয়েছে সিএনএন।

এ জরিপে মোট ২০৯টি শহরের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ৪০তম। গত বছর ঢাকার অবস্থান ছিল ২৬তম। জরিপের তথ্য অনুযায়ী, ব্যয়ের দিক থেকে ঢাকারও পরে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই (৪২তম) ও আবুধাবি (৫৬তম), যুক্তরাষ্ট্রের হনুলুলু (৪৩তম), শিকাগো (৪৫তম), নেদারল্যান্ডসের আমস্ট্রারডাম (৪৪তম), থাইল্যান্ডের ব্যাংকক (৪৬তম)।

এমনকি রোম, ওয়াশিংটন, মুম্বাই, ম্যানিলা, টরন্টো, নয়াদিল্লি, মিউনিখ, ব্রাসেলস, বার্লিন ও মস্কোর মতো বড় বড় শহরও ঢাকার নিচে রয়েছে।

নিউইয়র্ক শহরকে ভিত্তি ধরে বাসস্থান, পরিবহন, খাদ্য ও বিনোদনের খরচের ভিত্তিতে এ তালিকা করেছে মার্স। তালিকার শীর্ষ ১০ শহরের মধ্যে আশখাবাতের পরে যথাক্রমে রয়েছে হংকং, লেবাননের রাজধানী বৈরুত, জাপানের রাজধানী টোকিও, সুইজারল্যান্ডের জুরিখ, চীনের সাংহাই, সিঙ্গাপুর, স্জুইজারল্যান্ডের জেনেভা, চীনের পেইচিং ও সুইজারল্যান্ডের বার্ন শহর।

আমারসংবাদ/জেআই