Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪,

১৩ দেশ থেকে সংযুক্ত আরব আমিরাত ভ্রমণে নিষেধাজ্ঞা

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২, ২০২১, ১২:১০ পিএম


১৩ দেশ থেকে সংযুক্ত আরব আমিরাত ভ্রমণে নিষেধাজ্ঞা

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার কারণে বিশ্বের ১৩টি দেশ থেকে যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা (ডব্লিউএএম) বৃহস্পতিবার (১ জুলাই) এ কথা জানায়।

দেশগুলো হলো- ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, নামিবিয়া, জাম্বিয়া, কঙ্গো, উগান্ডা, সিয়েরা লিওন, লাইবেরিয়া, দক্ষিণ আফ্রিকা এবং নাইজেরিয়া।

ডব্লিউএএম জানায়, ভ্রমণ মৌসুম শুরু হওয়ার সাথে সাথে করোনাভাইরাস সম্পর্কিত সমস্ত সতর্কতা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা মেনে চলার ব্যাপারে জোর দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমিরাতের জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। 

এর আগে গত মে মাসেও বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা থেকে সংযুক্ত আরব আমিরাতে যাত্রীদের প্রবেশ নিষিদ্ধ করে আমিরাত।

আমারসংবাদ/জেআই