Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

পেন্টাগনের কাছে গোলাগুলি, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ৪, ২০২১, ০৯:৪০ এএম


পেন্টাগনের কাছে গোলাগুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ভবনের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। চলতি বছর আমেরিকায় গোলাগুলির ঘটনায় ১৮৫ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন যার মধ্যে ৩৫ জন মারা গেছেন। 

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে গোলাগুলির পর পেন্টাগন ভবন বন্ধ করে দেয়া হয়। পেন্টাগন কমপ্লেক্সের কাছে বাস প্লাটফর্মে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে।

পেন্টাগন ফোর্স প্রটেকশন এজেন্সি জানিয়েছে, পেন্টাগন ভবন থেকে এরইমধ্যে লকডাউন তুলে নেয়া হয়েছে এবং তা পুনরায় খুলে দেয়া হয়েছে। করিডর ২ এবং মেট্রো প্রবেশপথ এখনো বন্ধ রয়েছে। তবে পথচারীদের চলাচলের জন্য করিডর ৩ খুলে দেয়া হয়েছে। প্রতিদিন চলাচলের জন্য পেন্টাগনের হাজার হাজার লোক মেট্রো বাস প্লাটপর্ম ব্যবহার করে থাকে।

আমারসংবাদ/এমএস