Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

তালেবানকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করলো ফেসবুক

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ১৭, ২০২১, ০৮:৩৫ এএম


তালেবানকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করলো ফেসবুক

তালেবানকে সন্ত্রাসী সংগঠন বিবেচনা করে তাদেরকে ফেসবুক থেকে নিষিদ্ধ করার পাশাপাশি সামাজিক যোগাযোগ তালেবানদের প্রতি সমর্থনমূলক সব কন্টেন্ট নিষিদ্ধ করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৭ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের খবরে জানিয়েছে, বছরের পর বছর তলেবান সামজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের বার্তা ছড়িয়ে আসছিল। 

ফেসবুকের এক মুখপাত্র বিবিসিকে বলেন, যুক্তরাষ্ট্রের আইনে তালেবান সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ। আমরাও আমাদের ‘বিপজ্জনক সংগঠন’ নীতিমালার আওতায় সব ধরনের সেবা থেকে গোষ্ঠীটিকে নিষিদ্ধ করেছি। আমরা তালেবানের পক্ষ থেকে পরিচালিত অ্যাকাউন্ট সরিয়ে নিচ্ছি এবং তাদের প্রশংসা, সমর্থন ও প্রতিনিধিত্ব করা পোস্টে বাধা দিচ্ছি।

এদিকে তালেবান সদস্যরা নানা শ্রেণির মানুষের সঙ্গে যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আসছে বলেও প্রতিষ্ঠানটির কাছে প্রমাণ রয়েছে।

ফেসবুক কর্তৃপক্ষ বিবিসিকে বলেন, বিধিনিষেধের আওতায় থাকা কেউ সংগঠনের সঙ্গে ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর যোগসূত্র খুঁজে পাওয়া গেলে তার অ্যাকাউন্ট মুছে দেওয়ার মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

আমারসংবাদ/জেআই