Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

মাঝ নদীতে দুই নৌকার সংঘর্ষ, নিহত ১১ 

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ৩০, ২০২১, ০৮:৫৫ এএম


মাঝ নদীতে দুই নৌকার সংঘর্ষ, নিহত ১১ 

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। আলজাজিরা সূত্রে এ তথ্য জানা যায়। 

স্থানীয় সময় রোববার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৫টার দিকে আমাজনের মুয়ুনার হুয়ালাগা নদীতে ওই দুর্ঘটনা ঘটেছে।

ভোর ও সকালের মাঝামাঝি সময় হওয়ার কারণে সেসময় নদীতে ঘন কুয়াশা ছিল এবং যাত্রীবোঝাই একটি নৌকা ও পণ্যবাহী বার্জের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর যাত্রীবোঝাই কাঠের নৌকাটি নদীতে ডুবে যায় এবং এতেই ওই হতাহতের ঘটনা ঘটে।

পেরুর ন্যাশনাল ইনস্টিটিউট অব সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানিয়েছে, ‘নদীতে দু’টি নৌকার সংঘর্ষের পর ১১ জনের মৃত্যু হয়েছে এবং ৬ জন আহত হয়েছেন। এছাড়া এখন পর্যন্ত অনির্দিষ্ট সংখ্যক যাত্রী নিখোঁজ রয়েছেন।’

আলজাজিরা জানিয়েছে, নিখোঁজদের উদ্ধারে দমকলকর্মী, পুলিশ ও ডুবুরিরা কাজ করছেন। এছাড়া দুর্ঘটনার পর জীবিত ফিরে আসা ব্যক্তিরা নদীর তীরে আহাজারি করছেন বলে টেলিভিশন ফুটেজে দেখা যায়।

দুর্ঘটনার পর জীবিত ফিরে আসা ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, পরিবারের সদস্যদের নিয়ে ডুবে যাওয়া নৌকায় করে ভ্রমণে বেরিয়েছিলেন অনেকে। নৌকায় সেসময় প্রায় ২০ জন শিশুও ছিল।

আমারসংবাদ/এমএস