Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

আফগানিস্তানে ‘নতুন ড্রোনে’ হামলার হুমকি যুক্তরাজ্যের

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২১, ০৫:০৫ পিএম


আফগানিস্তানে ‘নতুন ড্রোনে’ হামলার হুমকি যুক্তরাজ্যের

নিজেদের উদ্ভাবিত নতুন ড্রোন ‘প্রটেক্টর’ দিয়ে আফগানিস্তানে হামলার হুমকি দিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। 

স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) লিংকনশায়ারে একটি উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী।

আন্তর্জাতিক গণমাধ্যম ডেইলি মেইলের খবরে বলে হয়, আফগানিস্তানে তালেবান সন্ত্রাসী কার্যক্রম করে, তাহলে দেশটির লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ড্রোন মোতায়েন করতে প্রস্তুত রয়েছে যুক্তরাজ্য।

তিনি বলেন, ‘সন্ত্রাসীদের হুমকি ঠেকাতে যা যা করা প্রয়োজন তাই করবে যুক্তরাজ্য। তালেবানদের অবশ্যই তাদের প্রতিশ্রুতিমাফিক দায়িত্ব পালন করতে হবে।’

বিবিসি জানায়, প্রটেক্টর হলো প্রথম ব্রিটিশ সামরিক ড্রোন- যা বাণিজ্যিক বিমান দ্বারা ব্যবহৃত আকাশসীমায় ওড়ার অনুমোদন পেয়েছে। এটি সর্বোচ্চ ৪০ হাজার ফুট উচ্চতায় কাজ করতে পারে। ২৬০ মিলিয়ন পাউন্ড খরচে ১৬টি প্রটেক্টরের জন্য চাহিদাপত্র দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ প্রটেক্টর অস্ত্র বহন না করে ৫ হাজার নটিক্যাল মাইল পর্যন্ত ওড়ার ক্ষমতা রাখে।

আমারসংবাদ/এডি