Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

নাইজেরিয়ায় বিস্ফোরণ, শিশুসহ নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ২৫, ২০২১, ০৬:০০ এএম


নাইজেরিয়ায় বিস্ফোরণ, শিশুসহ নিহত ২৫

নাইজেরিয়ায় একট অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ ও আগুনে কয়েকটি শিশুসহ অন্তত ২৫ জন নিহত হয়েছে।

শুক্রবার ভোররাতের দিকে বিস্ফোরণটি ঘটে। এ ঘটনায় হতাহতরা বেশ কয়েকটি সম্প্রদায়ের লোক বলে জানা গেছে। নিহতদের মধ্যে বেশিরভাগই স্থানীয় বাসিন্দা। খবর রয়টার্সের।

স্থানীয় সম্প্রদায়ের নেতা ইফেয়ানি ওমানো জানান, হতাহতের সংখ্যা অনেক বেশি। ২৫টি মৃতদেহ গুনেছি আমরা। তবে নিহতদের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে বলে নিশ্চিত করেন ইফেয়ানি।  

বিস্ফোরণের কথা নিশ্চিত করলেও হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ। 

নাইজেরিয়া একটি উন্নয়নশীল মিশ্র অর্থনীতির দেশ। দেশটির অর্থনীতি মূলত খনিজ তেল (পেট্রোলিয়াম) উৎপাদন ও কৃষিনির্ভর। 

নাইজেরিয়ার দক্ষিণভাগে নাইজার নদীর ব-দ্বীপ অঞ্চলে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সমৃদ্ধ মজুদ আছে। বিক্রির জন্য স্থানীয় দরিদ্ররা পাইপলাইন ফুটো করে তেল সংগ্রহ করে। এসব তেল ড্রামে নিয়ে শোধন করে বাজারে বিক্রি করে। এ কারণে প্রায়ই সময় দুর্ঘটনা ঘটে।

আমারসংবাদ/ইএফ