Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

করোনা ঠেকাতে বুস্টার ডোজ বাধ্যতামূলক করলো সৌদি

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব

ডিসেম্বর ৪, ২০২১, ০৮:১০ এএম


করোনা ঠেকাতে বুস্টার ডোজ বাধ্যতামূলক করলো সৌদি

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি থেকে সৌদি আরবে অবস্থানরত সকল সৌদি নাগরিক এবং প্রবাসীর জন্য করোনা ভ্যাকসিন এর বুস্টার ডোজ গ্রহণ করা বাধ্যতামূলক।

সৌদি গণমাধ্যম আরব নিউজের প্রতিবেদনের বরাত জানা যায়,  তাওয়াক্কালনা এপ্লিকেশনে “ইমিউন” স্ট্যাটাস পেতে হলে অবশ্যই করোনা ভ্যাকসিন এর বুস্টার ডোজ গ্রহণ করতে হবে সকল সৌদি নাগরিক এবং প্রবাসীদের। 

সৌদি সরকার আগামী ১ ফেব্রুয়ারি, ২০২২ থেকে করোনা ভ্যাকসিন এর বুস্টার ডোজ গ্রহণ করা বাধ্যতামূলক ঘোষণা করেছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,  প্রত্যেক ব্যক্তির করোনা ভ্যাকসিন এর দ্বিতীয় ডোজ গ্রহণ করার ৮ মাস পরে বাধ্যতামূলকভাবে বুস্টার ডোজ গ্রহণ করতে হবে।

বুস্টার ডোজ গ্রহণ করার পরেই তাওয়াক্কালনা এপ্লিকেশনে ইমিউন স্ট্যাটাস পাবেন ব্যবহারকারীরা। 

যেকোন সরকারি/বেসরকারি অফিস বা প্রতিষ্ঠান, যেকোন দোকান, শপিং মল, সামাজিক অনুষ্ঠান, বিনোদন ও খেলাধূলা কেন্দ্র, যেকোন স্থানে প্রবেশ করতে ব্যবহারকারীর তাওয়াক্কালনা এপ্লিকেশনে “ইমিউন” স্ট্যাটাস থাকা বাধ্যতামূলক করা হয়েছে।