Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

যুক্তরাজ্যে ওমিক্রনে প্রথম রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ১৩, ২০২১, ০২:০৫ পিএম


যুক্তরাজ্যে ওমিক্রনে প্রথম রোগীর মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে প্রথম এক রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

সোমবার এ মৃত্যুর খবর জানিয়ে বরিস জনসন বলেন, যুক্তরাজ্যে ওমিক্রন আক্রান্ত হয়ে অনেকে হাসপাতালেও ভর্তি হচ্ছে।

পশ্চিম লন্ডনে একটি টিকাদান কেন্দ্র সফরকালে সাংবাদিকদের তিনি বলেন, এই সংক্রমণ থেকে বাঁচতে মানুষজনের জন্য টিকার বুস্টার ডোজ নেয়াই সবচেয়ে ভাল উপায় উল্লেখ করে জনসন বলেন, ওমিক্রনকে মৃদু ধরন ভাবা উচিত না।

বিশ্বে যুক্তরাজ্য সরকারই প্রথম সরকারিভাবে ওমিক্রনে একজনের মত্যুর খবর জানাল।

সূত্র-বিবিসি

আমারসংবাদ/এআই