Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

জাপানে অগ্নিকাণ্ডে ২৭ জনের মৃত্যুর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২১, ০৮:২০ এএম


জাপানে অগ্নিকাণ্ডে ২৭ জনের মৃত্যুর আশঙ্কা

পশ্চিম জাপানের ওসাকার একটি বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনায় ২৭ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ফায়ার বিভাগের কর্মকর্তারা শুক্রবার এই তথ্য জানিয়েছেন। এছাড়া পুলিশ অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ তদন্ত করছে।

ওসাকা শহরের দমকল বিভাগের কর্মকর্তা আকিরা কিশিমোতো বলেছেন, কিতাশিনচির শপিং ও বিনোদন এলাকায় একটি আটতলা ভবনের চতুর্থ তলায় এই আগুনের সূত্রপাত হয়।

কিশিমোতো বলেছেন, দুর্ঘটনায় ২৮ জন আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে ২৭ জনকে কার্ডিয়াক অ্যারেস্ট অবস্থায় পাওয়া গেছে।

সবাইকে কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জাতীয় টেলিভিশন এনএইচকে ও অন্যান্য গণমাধ্যম জানিয়েছে, চারজনকে মৃত ঘোষণা করা হয়েছে। তবে জাপানি কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করেছে।

ভবনটিতে একটি অভ্যন্তরীণ ওষুধ ক্লিনিক, একটি ইংরেজি ভাষার স্কুল ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

দমকল বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে অনেকেই চতুর্থ তলার ক্লিনিকের দর্শনার্থী বলে ধারণা করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও অন্যান্য তথ্য জানা যায়নি।

ওসাকা পুলিশ বলেছে, তারা অগ্নিসংযোগ নাকি দুর্ঘটনার কারণে আগুন লেগেছে তা নির্ধারণের জন্য তদন্ত করছে।

আমারসংবাদ/এমএস