Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন, নেদারল্যান্ডসে লকডাউন

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২১, ০৬:১৫ এএম


দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন, নেদারল্যান্ডসে লকডাউন

করোনার ওমিক্রন ধরনের ঢেউ রুখতে সর্বাত্মক লকডাউন ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডস। শনিবার দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুট এ নির্দেশনা জারি করেছেন। রোববার থেকে জানুয়ারি মাসের প্রথমার্ধ পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।

লকডাউন চলাকালীন স্কুল, বার, রেস্টুরেন্ট, জরুরি নয় এমন দোকানপাট- সব বন্ধ থাকবে। পাশপাশি বড়দিনের সব গণজমায়েত স্থগিত করা হয়েছে। এছাড়া বাড়িতে দুজনের বেশি অতিথিকে নিমন্ত্রণ জানানো যাবে না।

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট্টে এক সংবাদ সম্মেলনে বলেন, আমি অনেক কষ্ট নিয়ে এখানে এসে কথা বলছি। অনেকেই আমার অনুভূতি বুঝতে পারছেন। আজ অনেকটা একই অনুভূতি আপনাদেরও। এক কথায় বলতে গেলে, রোববার থেকে নেদারল্যান্ডস আবারও লকডাউনে ফিরতে বাধ্য হচ্ছে।

মহামারির শুরু থেকে দেশটিতে ২৯ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ২০ হাজারের বেশি। এরমধ্যে বর্তমানে দেশটিতে ওমিক্রন দ্রুত ছড়াতে শুরু করেছে।

আমারসংবাদ/এআই