Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

হযরত মোহাম্মদকে অসম্মান করা ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ২৫, ২০২১, ০৭:৩০ এএম


হযরত মোহাম্মদকে অসম্মান করা ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন: পুতিন

মহানবী হযরত মোহাম্মদকে (সা.) অবমাননা ও অসম্মান করা মানেই ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন করা বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মস্কোতে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বার্ষিক সংবাদ সম্মেলনে পুতিন এসব কথা বলেন। খবর তাস ও আনাদোলুর।

তিনি বলেন, মুসলমানদের নবীকে অবমাননা করাই কি বাকস্বাধীনতা। অন্তত আমি তা মনে করি না। অন্যের ধর্মীয় অনুভূতির প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকা উচিৎ।

ইসলাম ধর্মাবলম্বীদের প্রতি ধর্মীয় বিদ্বেষ ছড়ানো বন্ধের আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট।

ভ্লাদিমির পুতিন বলেন, নবীর (সা.) অবমাননা ধর্মীয় স্বাধীনতা এবং ইসলামের অনুসারীদের ধর্মীয় অনুভূতে আঘাত হানার শামিল। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে বিশ্বে উগ্রবাদ ও ঘৃণা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়।

এসময় তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাজি বাহিনীর বিরুদ্ধে যারা লড়াই করেছেন, তাদের প্রতিও শ্রদ্ধা জানাতে বলেন।

প্রসঙ্গত, বহুজাতিক ও বহু মতাদর্শের কয়েকটি রাষ্ট্র নিয়ে রাশিয়া গঠন করা হয়। এখানে তাই ভিন্ন ধর্ম ও মতাদর্শের প্রতি সম্মান দেখানো হয়।

আমারসংবাদ/জেআই