Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

৩০ জনকে হত্যা করে পুড়িয়ে দিল মিয়ানমার সেনারা

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ২৫, ২০২১, ০১:৩৫ পিএম


৩০ জনকে হত্যা করে পুড়িয়ে দিল মিয়ানমার সেনারা

মিয়ানমারে ৩০ জনের বেশি মানুষকে গুলি করে হত্যার পর তাদের লাশ পুড়িয়ে দিয়েছে দেশটির জান্তা বাহিনী। নিহতদের মধ্যে শিশু, নারী এবং বৃদ্ধরাও রয়েছেন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) দেশটির পূর্বাঞ্চলের কায়াহ প্রদেশে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

কায়াহ প্রদেশের মানবাধিকার সংস্থা কারেন্নি হিউম্যান রাইটস গ্রুপ বলছে, তারা শনিবার (২৫ ডিসেম্বর) প্রুসো শহরের মোসো গ্রামের কাছে মিয়ানমারের জান্তা বাহিনীর হাতে নিহত বৃদ্ধ, নারী ও শিশুসহ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের পোড়া মৃতদেহ দেখতে পেয়েছে।

ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন অমানবিক ও নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটি।

এদিকে জান্তাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, তারা সশস্ত্র বাহিনীর অজ্ঞাতনামা সংখ্যক ‘অস্ত্রধারী সন্ত্রাসীকে’ গুলি করে হত্যা করেছে।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী। এরপর থেকেই দেশটিতে ব্যাপক আন্দোলন শুরু হয়। অভুত্থানবিরোধী বিক্ষোভে এ পর্যন্ত ১৩ শো’র বেশি মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে। 

সূত্র: আলজাজিরা, রয়টার্স, গার্ডিয়ান

আমারসংবাদ/এমএস