Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২০ মে, ২০২২, ৬ জ্যৈষ্ঠ ১৪২৯

নুডলস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ২৬, ২০২১, ১২:০০ পিএম


নুডলস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

ভারতের বিহার রাজ্যের মুজাফফরপুরে একটি নুডলস কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হিন্দুস্তান টাইমস সূত্রে এ তথ্য জানা যায়। 

রোববার (২৬ ডিসেম্বর) মুজাফফরপুরের শিল্পাঞ্চলে মোদি কুরকুরে ও নুডলস কারখানায় একটি বয়লারে এ বিস্ফোরণ ঘটে। 

খবরে বলা হয়েছে, এ দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অসংখ্য মানুষ। এ ঘটনায় আশেপাশের কারখানার আরও অনেকে আহত হয়েছে বলে জানা গেছে। সে হিসেবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বয়লার বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে এর আওয়াজ ৫ কিলোমিটার পর্যন্ত শোনা গিয়েছিল। বিস্ফোরণে পাশের চিড়া ও আটার কারখানাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। 

দুর্ঘটনার সময় কারখানাটিতে কতজন কাজ করছিল তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। 

আমারসংবাদ/এমএস