Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪,

আমিরাতে একদিনে আক্রান্ত ২ হাজার ৬৮৭ জন

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ৬, ২০২২, ১১:৫৫ এএম


আমিরাতে একদিনে আক্রান্ত ২ হাজার ৬৮৭ জন

আরব আমিরাতে গত ২৪ ঘণ্টায় ৪ লাখ ৫ হাজার ৪১৮ জনের নমুনা পরীক্ষা করে ২ হাজার ৬৮৭ জনের শরীরে প্রাণঘাতী করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে সুস্থ হয়েছেন ৯০২ জন, তবে কারো মৃত্যু হয়নি। 

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। 

এর আগে, গতকাল বুধবার আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৭০৮ জন। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, আমিরাতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৭৭ হাজার ৫৮৪ জন, মৃত্যুবরণ করেছেন ২ হাজার ১৭০ জন ও সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৫০ হাজার ১৫৬ জন। 

দেশটিতে মহামারি শুরু হওয়ার পর থেকে প্রায় ১১৪ মিলিয়নেরও বেশি পিসিআর পরীক্ষা করা হয়েছে। 

ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনসিইএমএ) এর তথ্য মতে, গত বুধবার পর্যন্ত ২২ কোটি ৭৫ লাখ ৯৯১ ডোজ টিকা দেওয়া হয়েছে। 

আমারসংবাদ/এমএস