Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

ট্যাক্সি চালানোর অনুমতি পেলেন সৌদি নারীরা 

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ৯, ২০২২, ০৫:০০ এএম


ট্যাক্সি চালানোর অনুমতি পেলেন সৌদি নারীরা 

গাড়ি চালানোর অধিকার দেয়ার চার বছরের মাথায় দেশের নারীদের ট্যাক্সি চালানোরও অনুমতি দিলো সৌদি সরকার।

আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (৭ জানুয়ারি) সৌদি ডিরেক্টোরেট জেনারেল অব ট্রাফিক এক টুইট বার্তায় এ কথা জানিয়েছে।

সৌদি আরবের ট্রাফিক বিভাগ জানিয়েছে, দেশটির জেদ্দা, জাজান, রিয়াদ, নাজরান, আসির, হাইল, জোউফ এবং তাইফসহ বিভিন্ন শহরের ১৮টি ড্রাইভিং স্কুলে “সাধারণ ট্যাক্সি লাইসেন্স'”-এর জন্য আবেদন করতে পারবেন নারীরা। 

আবেদনের জন্য ২০০ সৌদি রিয়াল (সাড়ে ৪ হাজার টাকা) জমা দিতে হবে।
 
উল্লেখ্য, সৌদি আরব ২০১৮ সালে দেশটির নারীদের গাড়ি চালানোর অধিকার দিয়েছিল।