Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

কিয়েভে ১ হাজার ১৮৭ বেসামরিক নাগরিকের লাশ উদ্ধার

মো. মাসুম বিল্লাহ

এপ্রিল ২৯, ২০২২, ০৩:৩৬ পিএম


কিয়েভে ১ হাজার ১৮৭ বেসামরিক নাগরিকের লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন অঞ্চল থেকে এ পর্যন্ত ১ হাজার ১৮৭ জন বেসামরিক নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। আলজাজিরা সূত্রে এ তথ্য জানা যায়। 

শুক্রবার (২৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় এক পুলিশ কর্মকর্তা। 

পুলিশ কর্মকর্তা অ্যান্ড্রি নেবিটভ টেলিভিশনের এক ভাষণে বলেন, শুধু বৃহস্পতিবার ২৮টি লাশ উত্তোলন করা হয়েছে। 

তিনি আরও বলেন, বেশিরভাগ তথা এক হাজার ৮০টি লাশ কিয়েভের উত্তর-পশ্চিমে বুচা জেলায় পাওয়া গেছে।

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করে। এর পর ইউক্রেনের লাইসিচানস্ক এবং সেভেরোদোনেৎস্কের চারপাশে যুদ্ধ বিশেষভাবে ভারি ছিল। রুশ বাহিনী স্লোভিয়ানস্কের দিকে দক্ষিণে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। এই যুদ্ধের ফলে ইউক্রেন থেকে প্রায় ৫০ লাখ মানুষ দেশ ছেড়েছে।  

আমারসংবাদ/এমএস 

Link copied!