Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

আসাম-মেঘালয়ে বন্যায় নিহত বেড়ে ৪২

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৯, ২০২২, ১১:১৪ এএম


আসাম-মেঘালয়ে বন্যায় নিহত বেড়ে ৪২

ভারতের উত্তরপূর্বের দুই রাজ্য আসাম ও মেঘালয়ে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ৪২ জনে দাড়িয়েছে। এরমধ্যে আসামে ২৪ জন ও মেঘালয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। বন্যায় এ দুই রাজ্যে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যাও প্রায় ৩০ লাখে পৌঁছেছে। 

এছাড়া বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় ত্রিপুরায়ও ১০ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে। বন্যার কারণে শহরটির সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।

গত ৬০ বছরে এবারই আগরতলায় তৃতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত হল বলে জানিয়েছে সরকারি বিভিন্ন সূত্র। ১৯৪০ সালের পর মেঘালয়ের মাওসিনরাম ও চেরাপুঞ্জিও সর্বোচ্চ বৃষ্টিপাত দেখেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বন্যা মৃতদের পরিবারকে ৪ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। 

আসামে এরইমধ্যে বন্যায় ৪ হাজারের বেশি গ্রাম প্লাবিত হয়েছে। এক লাখ ৫৬ হাজার মানুষকে ৫১৪টি আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।
বন্যায় রাজ্যটির একাধিক বাঁধ, কালভার্ট ও সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে।

ভারতের উত্তরপূর্ব এ রাজ্যের হোজাই জেলায় বন্যার্তদের বহন করা একটি নৌকা ডুবে যাওয়ার পর ২১ জনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনও তিন শিশুর খোঁজ পাওয়া যায়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন।

আমারসংবাদ/এআই

Link copied!