Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

সৌদিতে ঈদ ৯ জুলাই

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২৯, ২০২২, ১১:৫১ পিএম


সৌদিতে ঈদ ৯ জুলাই

আগামী ৮ জুলাই পবিত্র হজ শুরু হচ্ছে। সৌদি আরব জানিয়েছে, বুধবার (২৯ জুন) জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ৯ জুলাই ঈদুল আজহা উদযাপিত হবে। সৌদি আরবের পাশাপাশি কাতার, আরব আমিরাত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হবে মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসবটি।

হারামাইন শরিফাইনের ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়েছে, সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার (৩০ জুন) থেকে জিলহজ মাস শুরু হবে। সেই অনুয়াযী ৯ জিলহজ (৮ জুলাই) ইয়াওমুল আরাফাত তথা আরাফাতের দিন। এই দিনই মূল হজ শুরু হবে। এরপর দিন তথা ১০ জিলহজ (৯ জুলাই) ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। 

এর আগে সৌদি আরবের চাঁদ দেখা কমিটির সদস্যরা দেশটির মানমন্দির তুমাইর ও সুদাইরের আকাশে বুধবার সন্ধ্যায় চাঁদের অনুসন্ধান করেন।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি জানায়, আগামী ৯ জুলাই পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

আবুধাবি স্পেস অবজারভেটরি, আল সাদেম অবজারভেটরির মতে, আরবি মাসের জিলহজ্জের চাঁদের জন্ম হবে ২৯ জুন। সেই হিসেবে এটিই জ্বিলক্বদ মাসের শেষ দিন। আর ৩০ তারিখ থেকে জিলহজ্জ মাস শুরু হবে। 

গালফ নিউজের খবরে বলা হয়, এই অনুযায়ী আগামী ৮ জুলাই (৯ জিলহজ্জ) পবিত্র আরাফাত দিবস এবং ৯ জুলাই (১০ জিলহজ্জ) ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। 

তাদের ঘোষিত সম্ভাব্য তারিখেই সৌদিসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অনুষ্ঠিত হবে ঈদুল আজহা।

বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখতে বৃহস্পতিবার সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৃহস্পতিবার ১৪৪৩ হিজরি সনের চাঁদ দেখা গেলে শুক্রবার (১ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এক্ষেত্রে বাংলাদেশে আগামী ১০ জুলাই (১০ জিলহজ) ঈদুল আজহা উদযাপিত হতে পারে। চাঁদ দেখা না গেলে শুক্রবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে আগামী শনিবার (২ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, দেশে ঈদ উদযাপিত হবে ১১ জুলাই।

ইসলাম ধর্ম অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে।

ইএফ

Link copied!