Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ২৭ শ্রাবণ ১৪২৯

বিশ্বে একদিনে করোনায় ৭০২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৫, ২০২২, ১০:৫১ এএম


বিশ্বে একদিনে করোনায় ৭০২ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৭০২ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ লাখ ২৯ হাজার ৬৬ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৫ হাজার ৪৪৬ জন।

এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ৬২ হাজার ৩১৫ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ কোটি ৫০ লাখ ৮২ হাজার ৪৬০ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫২ কোটি ৯৮ লাখ ৭৭ হাজার ৯৪৩ জন।

মঙ্গলবার (৫ জুলাই) সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।