Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

বিশ্বে করোনায় আরও ৫৫৫ জনের মৃত্যু

মো. মাসুম বিল্লাহ

জুলাই ১১, ২০২২, ১১:১৪ এএম


বিশ্বে করোনায় আরও ৫৫৫ জনের মৃত্যু

প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে আরও পাঁচ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া ভাইরাসটি শনাক্ত হয়েছে চার লাখেরও বেশি মানুষের দেহে। দুটি সংখ্যাই আগের দিনের তুলনায় কম। তবে এই সময়ে করোনা থেকে সুস্থ হওয়ার মানুষের সংখ্যা বেড়েছে।

করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী, রোববার বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১ হাজার ৭৯৩ জন। মারা গেছেন ৫৫৫ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ লাখ ১৮ হাজার ৩৪০ জন।

আগের দিন শনিবার বিশ্বজুড়ে করোনা শনাক্ত হয়েছিল ৪ লাখ ৮১ হাজার ৮৭৫ জনের। মৃত্যু হয়েছিল ৮৮৬ জনের।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহরে প্রথম কারও দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। সেখানে তাণ্ডব চালানোর পর ভাইরাসটি ছড়িয়ে বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে। সারা বিশ্বে দুই বছরের মধ্যে ভয়াবহ তাণ্ডব চালানো ভাইরাসটির প্রকোপ এখন অনেকটা কমেছে।

ইএফ

Link copied!