Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ২৭ শ্রাবণ ১৪২৯

জো বাইডেনের ফের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৩১, ২০২২, ১০:১২ এএম


জো বাইডেনের ফের করোনা শনাক্ত

দশ দিনের মধ্যে দ্বিতীয় দফায় আবারও করোনায় আক্রান্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (৭৯)। গত ২১ জুলাই করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন তিনি।

বাইডেন তার টুইটার অ্যাকাউন্টে নতুন করে করোনায় আক্রান্তের বিষয়টি জানান।  

বাইডেন লেখেন, ‘বন্ধুরা, আজ আমি আবার কোভিড টেস্ট করিয়েছি। কোভিড পজিটিভ হলেও কোন উপসর্গ নেই। আমার আশেপাশের লোকজনদের নিরাপত্তার জন্য এখনো আলাদা আছি।’

গত ২১ জুলাই হোয়াইট হাউস জানিয়েছিল, বাইডেন করোনায় আক্রান্ত হয়েছেন। এরপর গত মঙ্গলবার (২৬ জুলাই) রাতে ও বুধবার (২৭ জুলাই) সকালে তার এন্টিজেন টেস্ট করা হয়। কিন্তু দুবারই ফল নেগেটিভ আসে।

জো বাইডেন করোনার পরিপূর্ণ টিকা গ্রহণ করেছেন। দুইটি বুস্টার ডোজও নিয়েছেন। করোনা আক্রান্ত হলেও হোয়াইট হাউসে আইসোলেশনে থেকে ভার্চ্যুয়ালি বিভিন্ন বৈঠক ও ব্রিফিংয়ে অংশ নিয়েছেন তিনি।

 

আমারসংবাদ/টিএইচ