Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪,

রাসূল (সা.)-কে নিয়ে কুৎসা রটনাকারী

সালমান রুশদির ওপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ১২, ২০২২, ১১:৫২ পিএম


সালমান রুশদির ওপর হামলা

লেখক ও সাহিত্যিক সালমান রুশদির ওপর হামলার ঘটনা ঘটেছে।  শুক্রবার নিউইয়র্ক স্টেটে হয়েছে এ হামলা। খবর বিবিসির।

দ্য স্যাটানিক ভার্সেস বইটি লেখার পর সালমান রুশদিকে অসংখ্যবার হত্যার হুমকি দেওয়া হয়েছিল।

বুকার পুরস্কারজয়ী সালমান রুশদি হামলার সময় চাতুকুয়া ইনস্টিটিউটে একটি অনুষ্ঠানে কথা বলছিলেন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলায় গুরুতর আহত হয়েছেন লেখক। তবে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সহযোগিতায় মঞ্চ থেকে নেমে আসতে সক্ষম হন তিনি।

সালমান রুশদি নানা কারণে আলোচিত ও সমালোচিত। তার বিরুদ্ধে লেখায় ইসলাম ও মুসলিমদের অমূলক নিন্দা ও নবী হজরত মুহাম্মদ (সা.)-এর কুৎসা রটনার অভিযোগ রয়েছে। তার লেখা নিয়ে নানা সময়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে মুসলিম বিশ্ব।

৪০ বছরের লেখক জীবনের শেষ ভাগটি সালমান রুশদি নিরাপত্তার কারণে এক ধরনের আত্মগোপনেই কাটাচ্ছেন। তবে এতে তার লেখালেখি থেমে থাকেনি এবং তিনি পাশ্চাত্যের পৃষ্ঠপোষকতা থেকেও বঞ্চিত হননি। ২০০৭ সালে তিনি ব্রিটিশ সরকারের ‍‍`নাইটহুড‍‍` উপাধিও লাভ করেন।

লেখক হিসেবে সালমান রুশদি প্রথম আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেন ‍‍`মিডনাইটস চিলড্রেন‍‍` উপন্যাসের জন্য। ১৯৮১ সালে তিনি এজন্য ‍‍`ম্যান বুকার পুরস্কার‍‍` লাভ করেন।

কিন্তু ১৯৮৮ সালে প্রকাশিত পরবর্তী উপন্যাস ‍‍`দ্য স্যাটানিক ভার্সেস‍‍`-এর জন্য তিনি বিশ্ব মুসলিমের প্রতিবাদ ও নিন্দার সম্মুখীন হন।


ইএফ

Link copied!