Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ২৫, ২০২৩, ১১:৩৮ এএম


নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ

জ্যাসিন্ডা আর্ডেন অপ্রত্যাশিতভাবে পদত্যাগ করার প্রেক্ষাপটে নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন লেবার পার্টির নেতা ক্রিস হিপকিন্স। নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণও করেছেন তিনি।

রাজধানী ওয়েলিংটনে রাষ্ট্রপ্রধান যুক্তরাজ্যের রাজা চার্লসের প্রতিনিধি নিউজিল্যান্ডের গভর্নর জেনারেল কিন্ডি কিরোর কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন হিপকিন্স।

এছাড়া কারমেল সেপুলোনি উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এই প্রথম স্থানীয় কোনো ব্যক্তি এই দায়িত্ব গ্রহন করলেন।

হিপকিন্স শপথ গ্রহণের পর বলেন, ‍‍`আমার জীবনে এটি সবচেয়ে বড় সুযোগ ও দায়িত্ব। সামনে যেসব চ্যালেঞ্জ আছে সেগুলো সমাধান করতে আমি উদ্দীপ্ত।‍‍`

৪৪ বছর বয়স্ক নতুন প্রধানমন্ত্রী রোববার দলের প্রধান নির্বাচিত হন।

বিদায়ী প্রধানমন্ত্রী আর্ডেন শেষবারের মতো অফিস ত্যাগ করার সময় পার্লামেন্টের সামনে উপস্থিত শত শত লোক তাকে স্বতঃস্ফূর্তভাবে অভিনন্দিত করে।

তিনি গভর্নর হাউস ত্যাগ করার আগে পার্লামেন্টের প্রতিটি সদস্যের সাথে কোলাকুলি করেন। এ সময় অনেককেই অনেক কষ্টে আবেগ দমন করার চেষ্টা করতে দেখা যায়।

সূত্র : আল জাজিরা

আরএস

 

Link copied!