Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

২৮ ফেব্রুয়ারি ৩১ পৌরসভায় ভোট

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৯, ২০২১, ০৫:২০ পিএম


২৮ ফেব্রুয়ারি ৩১ পৌরসভায় ভোট

আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে ৩১টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ধাপের সব পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে। 

মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর।

এ সময় তিনি বলেন, ৩১ পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষদিন ২ ফেব্রুয়ারি। বাছাই ৪ ফেব্রুয়ারি। মনোনয়ন প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি। আর প্রতীক বরাদ্দ হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

ইসির জ্যেষ্ঠ এ সচিব জানান, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে না। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

প্রসঙ্গত, সারাদেশে মোট ৩২৯টি পৌরসভা রয়েছে। প্রথম ধাপের তফসিলের ২৪টি পৌরসভায় ইভিএমে ভোট হয় ২৮ ডিসেম্বর। দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভায় ১৬ জানুয়ারি ভোট হয়। আর তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ৩০ জানুয়ারি এবং চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভায় ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আমারসংবাদ/জেডআই