Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

করোনার ভ্যাকসিন: আগে প্রধানমন্ত্রী নিলে মানুষের আগ্রহ বাড়তো- জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২২, ২০২১, ০৭:৫৫ এএম


করোনার ভ্যাকসিন: আগে প্রধানমন্ত্রী নিলে মানুষের আগ্রহ বাড়তো- জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ভারত থেকে আসা করোনার ভ্যাকসিন প্রধানমন্ত্রীকে দিয়ে প্রয়োগ শুরু হলে এ ব্যাপারে জনগণ আগ্রহী হতো।

শুক্রবার (২২ জানুয়ারি) করোনা টিকার সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। 

এসময় ডা. জাফরুল্লাহ চৌধুরী অভিযোগ করে বলেন, কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই বিনা টেন্ডারে করোনার টিকা আমদানির সুযোগ দিয়ে একটি বেসরকারী কোম্পানিকে অর্থনৈতিক সুবিধা দিচ্ছে সরকার। ওই কোম্পানিকে সুবিধা দিতেই দুই ডলারের টিকা জনগণের কাছে বিক্রি করা হবে ৫ ডলারে। 

তিনি আরও বলেন, যতদিন সরকারীভাবে ভ্যাকসিন দেয়া শেষ না হবে, ততোদিন বেসরকারীভাবে টিকা আমদানির সুযোগ দেয়া ঠিক হবে না। এতে টিকার দাম বেড়ে যাবে, নকল ভেজাল ভ্যাকসিন চলে আসবে।

এসময় বেসরকারীভাবে ভ্যাকসিন আমদানি বন্ধে প্রয়োজনে আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান ডা. জাফরুল্লাহ চৌধুরী। 

আমারসংবাদ/জেডআই