Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

দেশে করোনায় ‘মৃত্যু-আক্রান্ত’ আবার বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৮, ২০২১, ১০:৪৫ এএম


দেশে করোনায় ‘মৃত্যু-আক্রান্ত’ আবার বেড়েছে

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে আরও ৮৪৫ জন। 

এ নিয়ে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮ হাজার ৪৭৬ জনে। আর আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৫১ হাজার ১৭৫ জনে।

সোমবার (৮ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে ২৪ ঘণ্টায় ১১১৭ জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ৪ হাজার ১২০জন সুস্থ হয়ে উঠেছেন।

দেশে গত একদিনে ২১৯টি পরীক্ষাগারে ১৬ হাজার ৬৬০টি নমুনা সংগ্রহ এবং ১৬ হাজার ৯৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪১ লাখ ৬৩ হাজার ১৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 

এর আগে রোববার (৭ মার্চ) দেশে করোনায় ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই দিন আক্রান্ত হয়েছেন ৬০৬ জন।

আমারসংবাদ/জেডআই