Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

জাতীয় সংসদের মুলতবি বৈঠক শুরু

নিজস্ব প্রতিনিধি

এপ্রিল ৩, ২০২১, ০৫:৫০ এএম


জাতীয় সংসদের মুলতবি বৈঠক শুরু

জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের মুলতবি বৈঠক শুরু হয়েছে। 

শনিবার (৩ এপ্রিল) বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। 

বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা উপস্থিত থাকলেও বরাবরের মতো আজও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ অনুপস্থিত রয়েছেন। 

এছাড়াও বিরোধীদলীয় এমপিদের অধিকাংশই অনুপস্থিত রয়েছেন।

এর আগে ১ এপ্রিল চলমান একাদশ জাতীয় সংসদের ১২তম এই অধিবেশন শুরু হয়।

সংসদের কর্মকর্তারা জানিয়েছেন, করোনা মহামারির কারণে সংক্ষিপ্ত এই অধিবেশন রোববার (৪ এপ্রিল) পর্যন্ত চলবে। বরাবরের মতো এবারও কঠোর স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন শুরু হয়েছে। 

অধিবেশনে যোগ দেয়া সংসদ সদস্যদের করোনা টেস্ট করতে হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদেরও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে সংসদে প্রবেশ করতে হয়েছে।

আমারসংবাদ/এএসএম