Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

৫০০০ টিকা ও ৫০ হাজার কৃমিনাশক ট্যাবলেট পুড়ালো হেফাজত

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৭, ২০২১, ০৫:৩০ পিএম


৫০০০ টিকা ও ৫০ হাজার কৃমিনাশক ট্যাবলেট পুড়ালো হেফাজত

গেলো ২৮ মার্চ হরতালের দিন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ভূমি অফিস, জেলা সরকারি গণগ্রন্থাগার ও সুরসম্রাট দি আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে আগুন দেয় হেফাজতে ইসলামের কর্মীরা। তাদের তাণ্ডব থেকে রেহাই পায়নি টিকার গুদামও।

সেখানে হামলা করে গুদামজাতকরণ সব টিকা ধ্বংস করে দিয়েছে তারা। দলবেধে তারা সেইদিন পৌরভবনে টিকা রাখার শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষটি জালিয়ে দেয়। এতে পুড়ে যায় শিশুদের জন্য রাখা ১০টি রোগের সব টিকার মজুদ। এই ঘটনার পর বন্ধ হয়ে গেছে টিকা কর্মসূচি।

এই বিষয়ে ভ্যাকসিনেটর সুপারভাইজার মোস্তাকুর রহমান গণমাধ্যমকে জানান, কমপক্ষে ৫ হাজার শিশুর টিকা সেইদিন ধ্বংস করেছে হেফাজতের কর্মীরা। এছাড়া শিশুদের মাঝে বিতরণ করার জন্য রাখা ৫০ হাজার কৃমিনাশক ট্যাবলেটও পুড়ে ছাই হয়ে গেছে। ফলে জেলা টিকা কর্মসূচি পুরোপুরি বন্ধ রয়েছে। কবে শুরু হবে তার কোনো নিশ্চিয়তা নেই।

এদিকে, জমি দখল নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মারামারি প্রতিবছরই হয়ে থাকে। সেই দ্বন্দ্ব এখন আরও বাড়ার শঙ্কা তৈরি হয়েছে। কারণ ভূমি অফিসে রেকর্ড বলতে এখন আর কিছুই অবিশষ্ট নেই। নামজারি, পর্চা, রেকর্ড ও নতুন আবেদন সবই পুড়ে ছাই হয়ে গেছে।

 আমারসংবাদ/এআই