Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

করোনা টিকার দ্বিতীয় ডোজ শুরু হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৭, ২০২১, ০৬:৩০ পিএম


করোনা টিকার দ্বিতীয় ডোজ শুরু হচ্ছে আজ

আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) থেকে শুরু হচ্ছে দেশে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ। পাশাপাশি নিবন্ধিতদের প্রথম ডোজের টিকাও দেয়া হবে।

গেলো সোমবার থেকেই দ্বিতীয় ডোজ টিকার জন্য এসএমএস পাঠানো শুরু হয়েছে। এসএমএসে দেয়া তারিখ অনুযায়ী আগের টিকাদান কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজ টিকা নিতে হবে।

সারাদেশে গণ টিকাদানের শুরুতে গত ৭ এবং ৮ ফেব্রুয়ারি যারা প্রথম ডোজ টিকা নিয়েছিলেন, বৃহস্পতিবার তাদেরই টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসিঅ্যান্ডএএইচ অপারেশনাল প্ল্যানের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যারা টিকা নেবেন তাদের কাছে এসএমএস যাওয়া শুরু হয়েছে। ৭ ও ৮ ফেব্রুয়ারির পাশপাশি এর আগে ২৬ ও ২৭ জানুয়ারির যারা পরীক্ষামূলক টিকা নিয়েছিলেন, তাদেরও অনেকে দ্বিতীয় ডোজ নিবেন।

কেউ কোনো কারণে এসএমএস না পেলে কেন্দ্রে গিয়ে টিকা দিতে পারবেন বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি  কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে করোনাভাইরাসের টিকা দেয়ার মধ্য দিয়ে বাংলাদেশে বহু প্রতীক্ষিত টিকাদান কার্যক্রম শুরু হয়।

আমারসংবাদ/এআই