Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

মেঘনায় ফেরিতে হঠাৎ আগুন, পুড়লো ৯টি যানবাহন

নিজস্ব প্রতিনিধি

এপ্রিল ৮, ২০২১, ০৪:০৫ এএম


মেঘনায় ফেরিতে হঠাৎ আগুন, পুড়লো ৯টি যানবাহন

ভোলা-লক্ষ্মীপুর নৌরুটে মাঝমেঘনায় ‘কলমীলতা’ নামে একটি ফেরিতে আগুন লেগে ৯টি যানবাহন পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। 

বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভোর সাড়ে ৪টায় একটি ট্রাকের ভেতর থেকে আগুনের সূত্রপাত বলে জানান ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তারা। 

বিআইডব্লিউটিসি ভোলার ম্যানেজার মো. পারভেজ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘কলমীলতা’ নামে একটি ফেরিতে আগুন লেগেছে। এই ঘটনার পর দুই ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ফেরিটি লক্ষ্মীপুরের মেঘনা নদীর একটি চর এলাকায় নোঙ্গর করে আছে।

তিনি বলেন, ১৬টি গাড়ি নিয়ে ভোলার উদ্দেশ্যে রাত ২টার দিকে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর ঘাট ত্যাগ করে ফেরিটি। আগুনে পিকআপ ভ্যান,  ট্রাক, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ ৯টি গাড়ি পুড়ে গেছে।

 তবে কী কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। কারণ শনাক্তে কাজ করছে ফায়ার সার্ভিস।

ফেরির স্টাফ আলম সিকদার গণমাধ্যমকে জানান, ফেরিটি লক্ষ্মীপুর মজুচৌধুরীঘাট থেকে বুধবার দিবাগত রাত ৩টায় ছাড়ে। এটি মতিরহাট এলাকা পৌঁছার কিছুক্ষণ পড়ই আগুন লাগে। ধারণা করা হচ্ছে, ফেরিতে থাকা ট্রাকের স্টাফদের মশার কয়েল অথবা সিগারেটের আগুন থেকে এমন ঘটনা ঘটেছে।

আমারসংবাদ/এআই