Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

‘ডিসেম্বরের মধ্যেই দুই দেশ থেকে টিকা আসবে’

নিজস্ব প্রতিবেদক

মে ১১, ২০২১, ০৮:০০ এএম


‘ডিসেম্বরের মধ্যেই দুই দেশ থেকে টিকা আসবে’

আগামী ডিসেম্বরের মধ্যেই দুই দেশ থেকে করোনাভাইরাসের টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। 

মঙ্গলবার (১১ মে) সকালে নেপালে করোনার চিকিৎসা ও ওষুধ সরঞ্জাম সরবরাহ শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ তথ্য জানান তিনি।

এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনও উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন ও রাশিয়া থেকে ডিসেম্বরের মধ্যেই টিকা আসবে। 

তিনি আরও বলেন, ভ্যাকসিন ট্রায়ালের খরচ বাংলাদেশকেই বহন করতে বলে ছিলো চীন। যেটি পৃথিবীতে বিরল। কিন্তু তখনই বাংলাদেশ জানিয়ে রেখেছিল পরবর্তীতে তাদের থেকে টিকা কেনা হবে। করোনার টিকা কিনতে চীনকে চিঠি দিয়েছে সরকার। প্রাথমিকভাবে তাদের কাছে চার থেকে পাঁচ কোটি ডোজ টিকা চাওয়া হয়েছে। 

আমারসংবাদ/এআই