Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

ঈদের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত

নিজস্ব প্রতিবেদক

মে ১৬, ২০২১, ০৬:০০ এএম


ঈদের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস ও আদালত খুলেছে আজ রোববার (১৬ মে)। গত ১৩ মে থেকে ঈদের ছুটি শুরু হয়, তা শেষ হয় ১৫ মে। লকডাউনের মধ্যে রোববার থেকে শুরু হয়েছে অফিস, ব্যাংক, বীমা ও শেয়ারবাজার।

জানা গেছে, রোববার মধ্যরাতেই শেষ হচ্ছে চলমান লকডাউনের শেষ মেয়াদ। সরকারের পক্ষ থেকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ইতোমধ্যেই জানিয়েছেন, চলমান লকডাউনের মেয়াদ ১৬ মে’র পর থেকে আরও সাত দিনের জন্য বাড়ানো হবে। তাই এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হবে রোববার।

সূত্র জানায়, লকডাউনের কারণে সরকারি-বেসরকারি অফিস আদালত বন্ধ থাকলেও কর্মকর্তা কর্মচারীদের নিজ নিজ কর্মক্ষেত্রে উপস্থিত থাকার নির্দেশনা রয়েছে। তবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান ও সংস্থাগুলো খোলা রয়েছে। 

তাই ছুটি শেষে রোববার অফিসপাড়ায় যোগ দিয়েছেন কর্মজীবীরা। বিশেষ করে যারা ঈদের সময় ঢাকায় ছিলেন তারা এ দিন অফিসে গেলেন। আর যারা বিভিন্ন উপায়ে বা কৌশলে রাজধানী ছেড়ে গ্রামে ঈদ করতে গেছেন, তাদের ঢাকায় ফিরতে আরও কয়েকদিন সময় লাগবে।

আমারসংবাদ/এআই