Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

বিনা কারণে ঘরের বাইরে গেলেই ‘কঠোর শাস্তি’

নিজস্ব প্রতিবেদক

জুন ২৯, ২০২১, ০৬:৫৫ পিএম


বিনা কারণে ঘরের বাইরে গেলেই ‘কঠোর শাস্তি’

প্রাণঘাতী করোনা সংক্রমণ ঠেকাতে ১ জুলাই ভোর ৬টা থেকে সারাদেশে সাতদিনের জন্য কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৯ জুন) সরকারি তথ্য বিবরণে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা বন্ধের বিষয়ে সরকার বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা পালনের সিদ্ধান্ত নিয়েছে। এসময়ে জরুরি পরিষেবা প্রদানকারী কর্মরতরা ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। এছাড়া মাস্ক পরিধান সহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত তথ্য সংবলিত প্রজ্ঞাপন বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।

উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত বছর মার্চের শেষ দিকে সরকার সাধারণ ছুটির আদলে লকডাউন জারি করে, যা মে মাস পর্যন্ত ছিল।এর মধ্যে সংক্রমণের হার কমে যাওয়ায় বিধি-নিষেধও শিথিলতা আসে।

মার্চ মাসের শেষে সংক্রমণের দ্বিতীয় ঢেউ পরিস্থিতি নাজুক করে তুললে এপ্রিলে সারাদেশে লকডাউনের বিধিনিষেধ আরোপ করা হলেও তা ছিল আগের বছরের তুলনায় শিথিল।

পরিস্থিতির সাময়িক উন্নতিতে সেই বিধিনিষেধ শিথিল করা হলেও করোনাভাইরাসের ভারতে উদ্ভুত ডেল্টা ধরনের সংক্রমণে সীমান্ত জেলাগুলোতে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে।

স্থানীয় পর্যায়ে লকডাউন দিলেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে একটানা ১৪ দিন ‘সম্পূর্ণ শাটডাউন’ ঘোষণার সুপারিশ করে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটি। তার পরিপ্রেক্ষিতে নতুন করে কঠোর লকডাউন আসছে।

তার আগে তিন দিনের সীমিত পরিসরের লকডাউন জারি করে সরকার, যার মেয়াদ বৃহস্পতিবার সকালে শেষ হচ্ছে।

আমারসংবাদ/এআই