Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

এবারের লকডাউন কঠিন হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২২, ২০২১, ০৭:১০ এএম


এবারের লকডাউন কঠিন হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬টা থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউন চলবে। এবারের লকডাউন গতবারের চেয়ে অপেক্ষাকৃত কঠিন হবে। মাঠে পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনা সদস্য থাকবে। 

বৃহস্পতিবার (২২ জুলাই) গণমাধ্যমকে এই তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, কঠোর লকডাউন বলতে এবার অফিস আদালত, গার্মেন্টস, রপ্তানি সব বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসা যাবে না। ঘরের বাইরে আসলে অবশ্যই ডাবল মাস্ক পড়বে। ২৩ জুলাই থেকে ৫ আগস্ট মোট ১৪দিন লকাডউন থাকবেন। এই ১৪ দিন খুব গুরুত্বপূর্ণ। 

এসময়ে আমাদের আহ্বান থাকবে, মানুষকে ঘরে থাকতে হবে। যদি এটা করতে পারি ১৪ দিনের জন্য তাহলে আমরা সংক্রমন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারব। না হলে তা বাড়তে থাকবে। হাসপাতালে রোগীর চাপ কমাতে আমাদের অসুবিধা হবে।

ঈদ উদযাপনের জন্য যারা গ্রামের বাড়িতে গেছেন, তারা যেন লকডাউন শেষ হলেই কর্মস্থলে ফিরেন তার অনুরোধ করেন ফরহাদ হোসেন।

তিনি বলেন, যারা গিয়েছে, তারা জানে যে সব বন্ধ থাকছে, তাদের কর্মক্ষেত্রও বন্ধ থাকছে। তারা সময় নিয়েই গেছে। আমি বলব, তারা যেন পাঁচ তারিখের পরেই আসে। এখন তাদের আসার প্রয়োজন নেই।

আমারসংবাদ/এআই