Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪,

লকডাউন বাড়ানোর বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৭, ২০২১, ১০:২০ এএম


লকডাউন বাড়ানোর বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারঘোষিত ১৪ দিনের চলমান কঠোর লকডাউন আগামী ৫ আগস্ট পর্যন্ত বহাল থাকছে।

৫ আগস্টের পর নতুন করে লকডাউন বাড়ছে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে করোনা নিয়ন্ত্রণে করণীয় নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

লকডাউন বাড়ছে কিনা এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লকডাউন বাড়ছে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে ৫ আগস্ট পর্যন্ত লকডাউন থাকবে। 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেছেন, চলমান লকডাউন চলবেই। শিল্প-কারখানার জন্য চলমান লকডাউন শিথিল করার জন্য শিল্পপতিরা যে অনুরোধ করেছেন, তা গ্রহণ করতে পারছি না।

মহামারী নিয়ন্ত্রণের পথ খোঁজার লক্ষ্যে মঙ্গলবার সচিবালয়ে এই সভা বসেছিল, তাতে আসাদুজ্জামান খাঁন কামাল সভাপতিত্ব করেন।

সভায় আগামী ৭ অগাস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে কোভিড টিকাদান শুরু করার সিদ্ধান্ত হয়েছে।

আমারসংবাদ/এআই