Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

৬ আগস্ট থেকে ট্রেন চালাতে প্রস্তুত রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৯, ২০২১, ০৭:০৫ এএম


৬ আগস্ট থেকে ট্রেন চালাতে প্রস্তুত রেলওয়ে

সারাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলছে কঠোর লকডাউন। গেলো ২৩ জুলাই সকাল ৬টা থেকে শুরু হয়েছে লকডাউন। এ লকডাউন বহাল থাকবে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত। 

৫ আগস্টের পর লকডাউন বর্ধিত না হলে চলবে গণপরিবহন। পাশাপাশি ট্রেন চলাচলও শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) বাংলাদেশ রেলওয়ের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান লকডাউন আগামী ৫ আগস্ট ২০২১ ইং তারিখের পর বর্ধিত না হলে চলবে গণপরিবহন। সেই লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে সর্বাত্মক প্রস্তুত রয়েছে স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চালানোর বিষয়ে।

আমারসংবাদ/এআই