Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

ডিআরইউর ভোটে এগিয়ে নারী

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৩০, ২০২১, ০২:১৫ পিএম


ডিআরইউর ভোটে এগিয়ে নারী

ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভোটে এগিয়ে নারী। মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ঘোষিত ভোটের ফলাফলে দেখা গেছে এবার সবচেয়ে বেশী ভোট পেয়েছেন দুই নারী। সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোর চেয়েও রেকর্ড সংখ্যক ভোট পেয়েছেন তারা। 

সাংস্কৃতিক সম্পাদক পদে নাদিয়া শারমিন। তিনি ৯৭৩ ভোটে সব প্রার্থীর চেয়ে এগিয়ে। ভোটে দ্বিতীয়তম হয়েছে নারী বিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখি। তিনি ভোট পেয়েছেন ৮৫৯ টি।

জানা গেছে, নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৭২২ জন। ভোট দিয়েছেন ১৪৪৪ জন। একটি ভোট বাতিল হয়েছে।সকাল ৯ টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ভোটের ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম মিঠু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম হাসিব। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল কাফি 

নাদিয়া শারমিন বলেন, এ বিজয় ঢাকা ঢাকা রিপোর্টার্স ইউনিটির সকল ভোটারদের। যারা আমার উপর আস্থা রেখেছেন, ভোট দিয়েছেন, দোয়া করেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ। 

তাপসী রাবেয়া আঁখি এ বিষয়ে আমার সংবাদকে বলেন, যারা আমাকে ভোট দিয়েছেন, আমি আমার সকল ভোটের প্রতি কৃতজ্ঞ। 

আমারসংবাদ/জেআই