Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

‘সরি মাস্ক কিনতে ভুলে গেছি’

জানুয়ারি ১৩, ২০২২, ০৯:৪০ এএম


‘সরি মাস্ক কিনতে ভুলে গেছি’

করোনা সংক্রমন রোধে আজ থেকে সারাদেশে ১১দফা বিধিনিষেধ জারি করা হয়েছে। ১১দফার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে মাস্ক পরা বিষয়ে। অথচ সকাল থেকে বিধিনিষেধ থাকলেও মুখে মাস্ক নেই রাস্তায় চলাচল করা অধিকাংশ মানুষের। শুধু যে মাস্ক নেই তা নয়। নেই সামাজিক সচেতনতা কিংবা বিধিনিষেধ মানার তোরজোর।

সরেজমিনে (১৩ জানুয়ারি, বৃহস্পতিবার) রাজধানীর গুলিস্তান, মতিঝিল, পল্টনসহ বেশ কয়েক জায়গায় এমন দৃশ্যের দেখা মিলে।তবে সামাজিক সচেতনতা ও মাস্ক পরা নিশ্চিতে বেশ কয়েকজায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সরকারি বিধিনিষেধ না মানা নিয়ে মতিঝিল শাপলাচত্ত্বর এলাকায় এক জনের সাথে কথা হলে তিনি বলেন, আমি ভুল করেছি আর ভুল করবো না। এখন থেকে মাস্ক পরব।

আরেকজনের সাথে কথা হলে তিনি বলেন, মাস্ক কিনতে ভুলে গেছি। একটু পর কিন্যা নিমু।