Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১৫, ২০২২, ০৬:৩৫ এএম


গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা

পশ্চিমা লঘুচাপের প্রভাবে সারাদেশেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে দেশে নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ছয়টায় পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপে বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থা করছে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সারাদেশের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। 

৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের রাতের তাপমাত্রা আবারও হৃাস পেতে শুরু করবে।

আমারসংবাদ/জেআই