Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

চাকরিতে প্রবেশে বয়সসীমার দাবি না মানলে কঠোর আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৮, ২০২২, ০২:১০ পিএম


চাকরিতে প্রবেশে বয়সসীমার দাবি না মানলে কঠোর আন্দোলন

সকল চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে বাড়ানোসহ চার দফা দাবি ২৫শে জানুয়ারির মধ্যে মানা না হলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সর্বদলীয় চাকরিপ্রত্যাশী ঐক্য পরিষদ।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেয়া হয়।

এ সময় সকল চাকরির বয়সসীমা বাড়ানোসহ নিয়োগ ক্ষেত্রে দুর্নীতি বন্ধ, চাকরির আবেদনের ফি একশো টাকা নির্ধারণ এবং একই সময় একাধিক নিয়োগ পরীক্ষা বন্ধ করার দাবি জানানো হয়।

সর্বদলীয় চাকরিপ্রত্যাশী ঐক্য পরিষদ সমন্বয়ক তাসলিমা লিমা বলেন, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি করতে হবে। প্রশ্ন ফাঁস, নিয়োগ দুর্নীতি, জালিয়াতি বন্ধ করে প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষার ফলাফলসহ প্রকাশ করতে হবে।

তিনি আরও বলেন, চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ১০০ টাকা নির্ধারণ করতে হবে এবং একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা বন্ধ করে সমন্বিত ও গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নিতে হবে।

এদিকে, পরিষদের নেতারা অভিযোগ করেন, লাগাতার কর্মসূচির অংশ হিসেবে ১৬ই জানুয়ারি রাজধানীতে শান্তিপূর্ণ সমাবেশ করা হয়। অথচ ওই সমাবেশে পুলিশ অন্যায়ভাবে হামলা চালিয়েছে এবং আন্দোলনকারী কয়েকজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়।

আমারসংবাদ/জেআই