Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

চাকরি প্রার্থীদের দারুণ সুখবর দিলো সরকার

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৪, ২০২০, ০৪:৪২ এএম


চাকরি প্রার্থীদের দারুণ সুখবর দিলো সরকার

সরকারি চাকরি প্রত্যাশীদের দারুণ সুখবর দিয়েছে সরকার। বর্তমানে বিভিন্ন অনলাইনে যেসব বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে, সেখানে ২৫ মার্চকে ৩০ বছরের শেষ সীমা ধরা হচ্ছে। অর্থাৎ চলতি বছরের ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছরের মধ্যে থাকবে তারা চাকরিতে আবেদন করতে পারবেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এসব তথ্য জানিয়েছেন।

এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে চলতি বছরের শুরুতে সরকারি চাকরির তেমন কোনো বিজ্ঞপ্তিই দেয়া হয়নি। ২৫ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণার পর তা একেবারেই বন্ধ হয়ে যায়। এ নিয়ে অনেকটাই হতাশায় পড়েছিলেন চাকরি প্রার্থীরা।

এরইমধ্যে অনেকেরই ৩০ বছর পার হয়েছে। করোনাকালকে বিবেচনা করে তাদের অনেকেই দাবি জানিয়েছিলেন, বয়সের বিষয়টি মাথায় রেখে পরের বিজ্ঞপ্তিগুলো প্রকাশের জন্য।

এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, চলতি বছরের ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছরের মধ্যে থাকবে তারা চাকরিতে আবেদন করতে পারবেন এই বিষয়টি আমরা উল্লেখ করে দেবো।

তবে এই সিদ্ধান্ত কেবল যেসব বিজ্ঞপ্তি প্রকাশ স্থগিত করা হয়েছিল সেগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আমারসংবাদ/জেডআই