Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

চলতি মাসেই সরকারি প্রাথমিকে বিশাল নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৭, ২০২০, ০৫:৫৯ এএম


চলতি মাসেই সরকারি প্রাথমিকে বিশাল নিয়োগ

চলতি মাসে (অক্টোবর) দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশাল নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকা এবং ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ লক্ষ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেড’র সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

এতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সোহেল আহমেদের উপস্থিতিতে টেলিটকের পরিচালক (পলিসি ও অপারেশন) খালিদ আহমেদের সঙ্গে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, সারাদেশে প্রাক-প্রাথমিক শিক্ষকের শূন্যপদ এবং গত জুন মাস থেকে এখন পর্যন্ত সহকারী শিক্ষকের যেসব পদ শূন্য রয়েছে, এসব পদের বিপরীতে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।

এর আগে গত সপ্তাহে (রোববার ১১ অক্টোবর) অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সোহেল আহমেদ বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা জারির পর আমরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কাজ শুরু করেছি। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এদিকে সর্বশেষ ২০১৮ সালের ৩০ জুলাই সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে মোট ১৮ হাজার ১৪৭ জনকে নিয়োগ দেয়া হয়।

আমারসংবাদ/জেডআই