Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

করোনাভাইরাস: যেসব নিয়োগ পরীক্ষা স্থগিত 

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৩, ২০২১, ০৯:২০ এএম


করোনাভাইরাস: যেসব নিয়োগ পরীক্ষা স্থগিত 

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে আবারও এক সপ্তাহের লকডাউনে যাচ্ছে বাংলাদেশ। ফলে বেশ কয়েকটি সরকারি নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সংক্রমণ কমে এলে আটকে থাকা এসব নিয়োগ পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানগুলো।

৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ মৌখিক পরীক্ষা কবে শুরু হবে তা জানানো হয়নি। সোমবার (২৯ মার্চ) বিকেলে বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নুর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিতাসের  চাকরি পরীক্ষা স্থগিত

অনুষ্ঠিত হতে যাওয়া নবম ও দশম গ্রেডের নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবং সরকারের ১৮ দফা নির্দেশনার কথা মাথায় রেখে ওই তিন দিনের পরীক্ষা স্থগিত করেছে তারা। পরবর্তীতে কবে এ পরীক্ষা নেওয়া হবে সে বিষয়েএখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

এ বিষয়ে তিতাস গ্যাসের উপ-মহাব্যবস্থাপক (মানব সম্পদ উন্নয়ন বিভাগ) আবু সালেহ্‌ মাহমুদ শরীফ গণমাধ্যমকে বলেন, মূলত করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবং সরকারের ১৮ দফা নির্দেশনার কথা মাথায় রেখে আমাদের তিতাস গ্যাসের নিয়োগ পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। পরবর্তীতে নতুনভাবে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হলে তা দ্রুত জানিয়ে দেওয়া হবে।

সিনিয়র স্টাফ নার্সের লিখিত পরীক্ষা স্থগিত

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে সিনিয়র নার্স নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ১০ এপ্রিল এ লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। বুধবার (৩১ মার্চ) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) মো. নজরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়। 

সেতু বিভাগের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আগামী ৩ এপ্রিল অনুষ্ঠিতব্য সেতু বিভাগের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার (৩০ মার্চ) সেতু বিভাগের সহকারী সচিব (প্রশাসন) খান শাহানুর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

খুলনা প্রকৌশলে নিয়োগ পরীক্ষা স্থগিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) তিনটি পদে নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। সোমবার (২৯ মার্চ) রাতে কুয়েটের জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

পল্লি বিদ্যুতের নিয়োগ পরীক্ষা স্থগিত

করোনা পরিস্থিতিতে আগামী ৯ এপ্রিল ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক (কর্মচারী পরিদফতর) নাসরিন পারভিন স্বাক্ষরিত এক অফিস আদেশে নিয়োগ পরীক্ষা স্থগিতের বিষয়টি জানানো হয়েছে।

আমারসংবাদ/এমএস