Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪,

ইন্টারভিউতে যেসব ভুল কোনোভাবেই করবেন না

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৩, ২০২১, ০৯:৪৫ এএম


ইন্টারভিউতে যেসব ভুল কোনোভাবেই করবেন না

চাকরির ইন্টারভিউতে বেশিরভাগ প্রার্থীরা মানসিক চাপে ভোগেন। কিন্তু আপনি যখন এই চাপ অনুভব করবেন তখনই সঠিক সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য কঠিন হয়ে পড়বে। এ কারণেই ইন্টারভিউ বোর্ডে প্রার্থীরা তালগোল পাকিয়ে ফেলেন। তাই আগে থেকেই বেশ কিছু বিষয় সর্তক হতে হবে। এসব নিয়েই আজকের আয়োজন-
 
নিজেকে অযোগ্য হিসেবে উপস্থাপন না করা: অনেক সময় চাকরিপ্রার্থীরা আত্মবিশ্বাসের অভাবে বোর্ডে নিজেকে অযোগ্য প্রমাণ করে বসেন। ফলে চাকরিপ্রার্থী সম্পর্কে শুরুতেই চাকরিদাতাদের নেতিবাচক ধারণা জন্মে। এর কারণে চাকরি পাওয়া সম্ভব হয় না। 

কোম্পানি সম্পর্কে ধারণা না রাখা: কোম্পানি সম্পর্কে ধারণা না রেখে ভাইভা দিতে গেলে চাকরি না হওয়ার সম্ভাবনা বেশি। কারণ চাকরিদাতারা আপনার দক্ষতার পাশাপাশি যে জিনিস দেখে তা হলো তাদের কোম্পানি সম্পর্কে স্বচ্ছ ধারণা রয়েছে কিনা? সেই কারণে দক্ষতার পাশাপাশি কোম্পানি সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। 

অকারণ প্রশ্ন করা: অনেক চাকরিপ্রার্থী অকারণ প্রশ্ন করে থাকেন। এটি চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক বড় অন্তরায়। কারণ অকারণ প্রশ্ন করলে চাকরিদাতারা বিরক্ত হন।

সঠিক তথ্য না দেওয়া: ইন্টারভিউয়ে অনেকে সঠিক তথ্য দেন না। দেখা যায় যে দক্ষতা প্রার্থীর মধ্যে নেই সেই দক্ষতা তারা বোর্ডে উপস্থাপন করার চেষ্টা করেন। এমন কাজ করলে চাকরিদাতারা অসন্তুষ্ট হন প্রার্থীর ওপর। সঠিক তথ্য না দিলে চাকরি না হওয়ার সম্ভাবনা বেশি। 

বিলম্বে উপস্থিত হওয়া: অনেকের চাকরি না হওয়ার অন্যতম একটি কারণ হলো ইন্টারভিউ বোর্ডে দেরিতে প্রবেশ করা। এতে চাকরিদাতারা প্রার্থীর ওপর অসন্তুষ্ট হয়ে থাকেন। এমন কাজ করার কারণে চাকরির সুযোগ হারান প্রার্থীরা। 

প্রয়োজনীয় কাগজপত্র আনতে ভুলে যাওয়া: প্রয়োজনীয় কাগজপত্র আনতে ভুলে যাওয়ার কারণেও চাকরির সুযোগ হারান অনেক প্রার্থী। তাই সিভি ও শিক্ষাগত যোগ্যতার সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র নিতে কখনোই ভুল করা যাবে না। 

ধন্যবাদ না জানানো: অনেক প্রার্থী চাকরিদাতাদের ধন্যবাদ জানাতে ভুলে যান। ছোট এই ভুলের জন্য অনেকেই চাকরির সুযোগ হারান।

আমারসংবাদ/এমএস